পলাশবাড়ীতে ২ সন্তানের জনক নববধূকে নিয়ে উধাও

gbn

 

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীতে ২ সন্তানের জনক পরকিয়ার টানে নববধূকে নিয়ে উধাও।  সরেজমিনে গিয়ে  উভয় পরিবার সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ঝাপড় (হিন্দুপাড়া) গ্রামের বাবু চন্দ্রের ছেলে দুই সন্তানের জন হরিদাস চন্দ্র ইসু পাশ্ববর্তী বাড়ীর প্রদীপ পবন ঢেরুর কন্যা কনার রানীর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিপূর্বে তাদের প্রেমের কথা জানতে পেরে তাদের সম্পর্ক মেনে না নিয়ে কনা রানীকে তার পিতা-মাতা শাসন করেন। একপর্যায়ে কনা রানী পিতা-মাতার উপর অভিমান করে বিষাপানে আত্মহত্যার চেষ্টা করে। চিকিৎসার পর কনা রানী সুস্থ হয়ে ওঠে। 

পরে প্রায় ১ মাস পূর্বে কনার পিতা-মাতা কনাকে অন্যত্র বিবাহ দেন। বিবাহের পর কনা তার পিতার বাড়ীতে বেড়াতে আসে। সেই সুযোগে হরিদাস চন্দ্র ইসু গত ২৯ মে বিকালে সুযোগ বুঝে কনা রানীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। হরিদাস চন্দ্র ইসুর স্ত্রী ২ সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছে।  এ ব্যাপারে  হরিদাস চন্দ্র ইসুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন