নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দক্ষিণ আফ্রিকার

জিবিনিউজ 24 ডেস্ক//

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। ২০২৩ সালে অুনষ্ঠিত হবে এই আসর। এছাড়া প্রতি বছর জানুয়ারিতেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

আইপিএল ব্যতীত বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতোই পারিশ্রমিক দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে। যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সঙ্গে এটি সমানতালে চলতে পারে।

 

ছয়টি বেসরকারি মালিকানাধীন দল নিয়ে হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। যেখানে অংশগ্রহণকারী দলগুলো গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পরে সেরা তিন দলকে নিয়ে হবে প্লে-অফ। সবমিলিয়ে তিন-চার সপ্তাহের মধ্যে শেষ হবে ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন