পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে প্রকল্প ভূক্ত ১ হাজার ৯শ জন পাট চাষী প্রত্যেককে ৬ কেচি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণের উদ্বোধনী অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য, ইউপি সদস্য শহিদুল ইসলাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন