জিবিনিউজ 24 ডেস্ক//
‘তাসকিন, তাসকিন’ স্লোগানে মুখরিত সেঞ্চুরিয়ন। দক্ষিণ আফ্রিকাকে নাকানি চুবানি খাওয়ানো এ পেসার আট বছর পর পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ৫ উইকেটের স্বাদ। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে বিধ্বংসী বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। পাশাপাশি জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।
বুধবার ৯ ওভারে ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন তাসকিন। শুরুটা করেছিলেন কাইল ভেরেইনেকে দিয়ে। এরপর তিনি একে একে সাজঘরে পাঠান জানেমান মালান, প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে। সিরিজের তিন ম্যাচে ২৩ ওভার বোলিং করে ১১২ রান দিয়ে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন। এর পুরস্কারই পেলেন আইপিএলকে ‘না’ বলে দেওয়া এই পেসার।
উল্লেখ্য যে, সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
২০১৪ সালে ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে প্রথম ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি পেসার তাসকিন। দীর্ঘ অপেক্ষার পর তার অপেক্ষা ফুরাল। ৮ বছর পর নিজেকে ফিরে পেলেন তাসকিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন