গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস সভাপতি নির্বাচিত হয়েছে। আজ সোমবার (১৪ই মার্চ) সকালে অভিভাবক সদস্যরা ভোট দিয়ে তাকে নির্বাচন করে। বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি সুকান্ত বিশ্বাস বলেন, বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়টি একটি পুরাতন ও ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ে বিনা প্রতিদন্দীতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। স্কুলে শিক্ষার মান উন্নয়ন করাই হবে আমার একমাত্র কাজ। আমি সর্বদা বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ননে কাজ করবো। তিনি আরও বলেন, বর্তমান সময়কালে স্কুলগামী ছেলেরা অনেক বিপদের সম্মুখিন হচ্ছে। আমার চেষ্টা থাকবে প্রত্যেক ছেলেমেয়ে বা শিক্ষার্থীর অভিভাবকদের সাথে মাঝে মধ্যে সমন্বয় সভার মাধ্যমে তাদেরকে সচেতন করা। যাহাতে শিক্ষার্থিরা ভয়নক মাদকদ্রব্য বা ইফটিজিং এর মত অপরাধে না জরিয়ে লেখাপড়া করে ভাল স্থানে যেতে পারে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন