গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
নির্বাচনে চারজন অভিভাবক সদস্যের মধ্য প্রথম স্থান অধিকার করেছেন হাফিজুর সিকদার। অপর তিন জনের মধ্যে ২য় স্থানে সমির বিশ্বাস, ৩য় স্থানে নয়ন বিশ্বাস ও ৪র্থ স্থান অধিকার করেছেন জেকের আলী মোল্লা। মহিলা অভিভাবক নির্বাচিত হয়েছেন সোভা বেগম।
পুরুষ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৯ জন প্রর্থী ও মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২জন।
হাফিজুর সিকদার বলেন, শিক্ষার্থীদের অভিভাবকরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের উন্নয়নে সর্বদা কাজ করবো।
তিনি আরও বলেন, আমি ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী। আশা করছি সকল সদস্যগণ আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন