বালু উত্তোলণ মেশিন জব্দ সুন্দরগঞ্জে থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা||
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়অবৈধভাবে বালু উত্তোলণ মেশিন জব্দ করা হলেও থেমে নেই বালু উত্তোলণ।জানা গেছে, ভূ-গর্ভস্থ বালু উত্তোলণের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞাথাকায় এক শ্রেণির অসাধু বালু বিক্রেতা ফসলি জমিতে শ্যালোমেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলণ করছে। উপজেলা প্রশাসন এসকলঅবৈধ বালু উত্তোলণকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়েশ্যালো মেশিন গুলো জব্দ করে সাজা ও জরিমানা করলেও থেমে নেই অসাধুব্যবসায়ীদের বালু উত্তোলণ।এদিকে অবৈধভাবে বালু উত্তোলণ করায় দিনের পর দিন যেমন পরিবেশেরবিঘœ ঘটছে তেমনি ভূমি হারাচ্ছে তার উৎপাদন ক্ষমতা। হুমকির পড়ছেরাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ বেশ কিছু স্থাপনা। এব্যাপারেনির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সাথে কথা হলে তিনিঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতোমধ্যে বেশ কিছু বালুউত্তোলণ শ্যালো মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলণকারীদেরবিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।