ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া তফেজাননেছা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ৬ মাস পর গত শুক্রবার রাতে গাজীপুর জেলার মেট্রোগাছা থানার কুনিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ দল নির্ভরশীল খবর পেয়ে ওই কুনিয়াপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকায় পুলিশ সাবু মিয়া নামে (২৫) এক যুবককে আটক করেছে।
আটক সাবু মিয়া সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের আনছার আলীর ছেলে। আর অপহৃত ছাত্রীও একই এলাকার বলে জানা গেছে। প্রতিবেশিরা জানায়, তাদের দু’জনের মধ্যে সম্পর্ক ছিলো। সে কারণেই তারা বাড়ী থেকে পালিয়ে যায় বলে তাদের বিশ্বাস। কিন্তু ওই কিশোরীর বাবা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রলোভিত করে অপহরণ করায় থানায় মামলা দায়ের করেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক সেরাজুল হক জানান, ১৩ বছর বয়সি ওই কিশোরীকে গত বছরের ১২ আগষ্ট অপহরণের অভিযোগে সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাবু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে প্রযুক্তির সহায়তায় সাবু মিয়ার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে গাজীপুর থেকে তাকে আটক এবং কিশোরীকে উদ্ধার করা হয়।
শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন