থাকলে সচেতন

মিজানুর রহমান মিজান ||
ত্যাগ মহিমায় উদ্ভাসিত কর তনুমন
ওস্তাদ-গুরু মান্য কর সুফল দেবে নিরঞ্জন।
আমিত্ব আর হিংসা, নিন্দায় আছে ভরাডুবি
লোভে মত্ততায় ভাসবে চোখে নিদারুণ ছবি
কানে কানে শুনবে বদ গুঞ্জন।
লোপ কর না মনুষ্য বিবেক পেয়ে অর্থ
আজ আছে কাল নাই দেখ কথাটা যথার্থ
সত্যকে কাদিয়ে বল, মিথ্যা কি বচন?
দিন রজনী বাঁজাও বাশীঁ মিছে মায়ায় মজে
স্বজন ভাব সকলেরে স্থান দিয়ে মন মাঝে
রুপের মোহে দেখছ ভরে নয়ন।
ঠগছে তোমায় অহরহ দিয়ে ধুলার মন্ত্র
সাবধানের মার নেই জানলে সন্ধানী তন্ত্র
দূর্যোগ কাঠে সতর্কতায় থাকলে সচেতন।