সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জে পত্রিকা বিক্রয়কর্মীদের (হকার) মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রæপের উদ্যোগে এই কম্বর বিতরণ করা হয়।
হকারদের হাতে নতুন কম্বল তুলে দেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রæপের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,সহ-সভাপতি মো.নূরে আলম,দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান,সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো.নূর হোসেন,সুজনের জেলা কমিটির সদস্য নূরুল হাসান আতাহের,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রæপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,সিনিয়র সদস্য সোহানুর রহমান,লুৎফুর রহমান,জাওয়াদ,অমিত দে প্রমুখ।
কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রæপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন জানান,তারা প্রতি বছরই অসচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।এবার প্রথমেই হকার কম্বল দিয়েছেন।শীতার্ত মানুষের মধ্যে আরও শীতবস্ত্র বিতরণ করবেন তারা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন