শ্রীমঙ্গলে ১৬তম নিলামে দেড়লাখ কেজি চা বিক্রি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১৬তম নিলামে দেড়লাখ কেজি চা বিক্রি হয়েছে। নিলামে প্রায় অর্ধশতাধিক বায়ার অংশ নেন।

বুধবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিলামে সোনার বাংলা টি ব্রোকার্স, শ্রীমঙ্গল টি ব্রোকার্স, রূপসী বাংলা টি ব্রোকার্স, জালালাবাদ টি ব্রোকার্স ও জে এস টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে বিভিন্ন বাগানের চা নিলামে তোলা হয়।

ক্লোনাল টি এস্টেট, নাহার চা বাগান, সাগরনাল চা বাগান, সিরাজনগর চা বাগান, বৃন্দাবন চা বাগান, শাহবাজপুর চা বাগান, হামিদিয়া চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, আলীবাহার চা বাগান, জুলেখানগর চা বাগান, স্টার টি এস্টেট, ইমাম চা বাগান এবং বাওয়ালি চা বাগান।

শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান মো. শহীদ আহমদ ও ডিরেক্টর মুহিব আহমদ জানিয়েছেন, প্রতি নিলামে চা উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নিলামে বৃন্দাবন চা বাগানের ৩৮০ টাকা সর্বোচ্চ দামে বিক্রি হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন