বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫

gbn

বদরুদ্দিন বাবুল, যশোর প্রতিনিধি ; নির্বাচনী জামানতের টাকা জমা দিতে যাওয়ার পথে যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন মোল্লার গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বদরুদ্দিন মোল্লাসহ অন্তত ৫জন গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা বদরুদ্দিনের ব্যবহৃত মাইক্রোবাস টিও ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারটার দিকে হুলিহট্ট গ্রামে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন মোল্লা (৬৫), তার ছোট ভাই শাহরিয়ার মুন (৫৫), ছেলে আসিফ ইকবাল লোটাস (৪২), হুলিহট্ট গ্রামের আনসার আলীর ছেলে মাহবুবুর রহমান এবং চাঁদপুর গ্রামের ইশতিয়াক হোসেন। চেয়ারম্যান প্রার্থী বদরুদ্দিন মোল্লা জানান, সোমবার সকালে নির্বাচনী জামানতের টাকা জমা দিতে মাইক্রোবাস যোগে বাঘারপাড়া যাচ্ছিলেন তিনি। মাইক্রোবাসটি হুলিহট্ট গ্রামের জামতলা মোড়ে পৌঁছুলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গাড়ি বহরের ওপর হামলা চালায়। এসময় তারা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে থাকা সকলকে বেধড়ক মারপিট করে। এসময় তারা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বদরুদ্দিন মোল্লা আরও জানান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারি ও নূর মোহাম্মদের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত হামলায় অংশ নেয়। এসময় তারা নির্বাচন থেকে সরে দাাঁড়ানোর জন্যও হুমকি দেয়। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আহতদের মধ্যে মাহবুবুর রহমানের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আহত অন্যরা আপাতত শংকা মুক্ত। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, হামলার ঘটনা শোনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন