সুনামগঞ্জে জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

gbn

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে

জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 'মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে ধারণবাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানা প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ এর সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা'র পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ধারণবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিস সালেহী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সদস্য জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা অটো-রিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন ১৬৯৩/৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, ধারণবাজার উপ-পরিষদের সভাপতি মিজুল মিয়া, সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, গোবিন্দগঞ্জ মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক আকামত আলী প্রমুখ।

 

এসময় সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বাস, ট্রাক মালিক-শ্রমিক, পিকআপ, মাক্রোবাস, সিএনজি-অটো-রিকশা মালিক-শ্রমিক ছাড়াও উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার এএসআই আবদুল গফ্ফার, এটিএসআই কাঞ্চন সরকারসহ থানার সকল সদস্যসহ দু'শতাধিক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন