ঢাকা সিটির সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী সরাতে ইসির নির্দেশ

জিবিনিউজ24 ডেস্ক ||ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটির নবগঠিত ১৮ ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, তোরণ, দেওয়াল লিখনসহ সব ধরনের প্রচার সামগ্রী আগামী সাত দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ বিষয়ে ব্যবস্থা নিতে বছরের শেষ দিন আজ রবিবার বিভাগীয় কমিশনারকে চিঠি পাঠিয়েছেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান।তবে সংশ্নিষ্ট ব্যক্তিকে প্রচার সামগ্রী সরাতে হবে নিজ উদ্যোগে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এসব প্রচার সামগ্রী সরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে চিঠিতে বলা হয়েছে।বিভাগীয় কমিশনারকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, তফসিল ঘোষণার আগেই উত্তর সিটি করপোরেশনের সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণের নতুন ১৮টি ওয়ার্ডের আগাম প্রচার সামগ্রী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে।নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধি অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ।