ছাতক উপজেলা ভূমি অফিসে চুরি

gbn

ছাতক থেকে সংবাদদাতাঃ

ছাতকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে  দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।  সোমবার দিবাগত রাতে  চুরির ঘটনা ঘটে বলে জানাগেছ। সরকারী গুরুত্বপূর্ন একার্য্যালয় চুরির ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনা- সমালোচনা চলছে।

রহস্য জনক এ চুরির ঘটনায় ভুমি মালিকগনের অকল্পনিয় ক্ষতির আশংকা রয়েছে বলে জানিয়েছেন সেবা নিতে আসা লোকজন।

জানাযায়, সোমবার রাতে উপজেলা ভূমি অফিস কার্য্যালয় ও ছাতক সদর ইউনিয়ন ভুমি অফিসের পেছনের  জালানার গ্রিল কেটে সংঘবদ্ধ চোর চক্র ভেতরে ঢুকে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র,ল্যাপটপ ইত্যাদি তছনছ করে অফিস কক্ষের মেঝেতে ফেলে যায় চোরেরা। মঙ্গলবার সকালে ষ্টাফগন অফিসে উপস্থিত হলে বিষয়টি নজরে আসে।

 

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে জানতে পারি আমার অফিসে চোর ঢুকেছিল। চোরেরা বিভিন্ন কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করলেও কোনো ফাইলপত্র নিয়ে যায়নি। তবে, অফিস সহকারী সত্যেন্দ লাল দাসের কক্ষের ড্রয়ারে থাকা নগদ আনুমানিক ৪ হাজার টাকা নিয়ে গেছে। তিনি জানান  অফিসের নৈশপ্রহরী চন্দন বিশ্বাস রাত ৩টার দিকে অসুস্থ বাচ্চাকে দেখতে অফিসলগ্ন বাসায় যাওযার পর চুরির ঘটনা ঘটে। তবে অফিসের সিসিটিভি ফুটেজে গামছা দিয়ে মুখবাধাঁ দু-ব্যাক্তির তথ্য আছে। 

ইউনিয়ন (ছাতক সদর) ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান,চোর জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারি, ও সন্দুকের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে তবে সন্দুকের ভিতরে আরেকটা তালা থাকার কারণে সন্দুক থেকে টাকা নিতে পারে নি,অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন