ইমরান পাকিস্তানের পরমাণু স্থাপনার পাহারাদার নন: মরিয়ম

   জিবিনিউজ 24 ডেস্ক //

প্রধানমন্ত্রী ইমরান খান জনগণের ভোটে নির্বাচিত হননি বলে দাবি করে মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই। বুধবার (২৩ জুন) ইসলামাবাদে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর দ্য ডনের।

সপ্তাহ খানে আগে এইচবিওতে সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, কাশ্মীর ইস্যুতে বিবাদ না করে পাকিস্তান-ভারতের জনগণ শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে পারে। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ডেটারেন্স (প্রতিপক্ষকে নিবৃত রাখা)। কাউকে আক্রমণের উদ্দেশে আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি না।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা বলেন, তিনি পাকিস্তানের পরমাণু স্থাপনার পাহারাদার নন। দেশের ২২ কোটি মানুষ পরমাণু স্থাপনা রক্ষা করে আসছে। তাই এ নিয়ে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।

তিনি বলেন, পরমাণু কর্মসূচি ঠিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শহীদ হয়েছেন। আর নওয়াজ শরীর নির্বাসিত জীবন কাটিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন