যশোর মাগুরা নড়াইলে আরো ৬২ করোনা রোগী শনাক্ত

ইয়ানূর রহমান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরীক্ষায় আজ আরো ৬২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এগুলো যশোর, মাগুরা এবং নড়াইল জেলার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগ্রহ করা। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবির জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬৪টি। যশোরের এই নমুনা গুলোর মধ্যে ৪৩টি পজেটিভ বলে শনাক্ত হয়। এছাড়া এদিন মাগুরার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১২টি পজেটিভ বলে শনাক্ত হয়। আর নড়াইলের ১৩টি নমুনার মধ্যে সাতটি ছিল পজেটিভ। পরীক্ষার বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার রাত আটটা পর্যন্ত যশোর জেলায় মোট ৫২৯২ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮৭৬ জন। মারা গেছেন ৬৩ জন। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ১৩ ও ৩৪০ জন।#

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন