গাইবান্ধায় বাল্যবিবাহ রোধে  মমদা ফাউন্ডেশনের মতবিনিময়

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
বাল্যবিবাহ রোধে কার্যকরী পদক্ষেপ নিরূপণের লক্ষ্যে গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধ করতে দরকার সবার সচেতনতা।

১৭ অক্টোবর শনিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার সহযোগিতায় এবং মমদা ফাউন্ডেশন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় মমদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাহিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামছুল ইসলাম, মমতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এনামুল হক ও প্রকল্প পরিচালক এইচ.এম মাসুদুর রহমান প্রমুখ।

মমতা ফাউন্ডেশনের এসিসট্যান্ট ম্যানেজার ইসমাত জাহান ইতির স ালনায় অনুষ্ঠিত সভায় ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নাইজুর রহমান, সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের কার্যাবলী ও বাল্যবিবাহ রোধে কার্যকরী পদক্ষেপ নিরূপণ লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন