কাতার বিশ্বকাপের দল ঘোষণা চ্যাম্পিয়ন ফ্রান্সের

জিবিনিউজ24ডেস্ক//    

কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ৯ দিন। চূড়ান্ত দল ঘোষণার সময়সীমাও এগিয়ে আসছে। ঠিক এমন সময়ে এসে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স চূড়ান্ত দল ঘোষণা করল তাদের। 

সাধারণত চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও এবারের বিশ্বকাপে তা বেড়ে হয়েছে ২৬ জনের। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার স্কোয়াডের কলেবর অত বড় করেননি। চোট সমস্যায় অনেককেই পাননি, দল দিয়েছেন ২৫ সদস্যের।

পল পগবা আর এনগোলো কন্তের চোট তাদের বিশ্বকাপ অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল আগেই। গতকাল এল চূড়ান্ত ঘোষণা। ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

চোট সমস্যা আছে দলটির তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানেরও। সঙ্গে প্রেসনেল কিমপেম্বেরও ছিল চোট। তবে দুজনকেই স্কোয়াডে রেখেছে ফ্রান্স।

গতকাল বুধবার রাতে বিবৃতিতে ঘোষিত দলে দেখা যায়, স্কোয়াডে আছেন গেল বিশ্বকাপজয়ী দলের সদস্য অলিভিয়ের জিরু। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছুঁতেও আর মাত্র ২টি গোল চাই তার।

বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। ‘ডি’ গ্রুপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপেরা।

ফ্রান্স দল:
গোলরক্ষক: হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)
ডিফেন্ডার:  রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস এরনান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল) 
মিডফিল্ডার: আদ্রিয়াঁ রাবিও (জুভেন্তাস), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), 
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অ্যান্টোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন