মোরেলগঞ্জে নকলআইসক্রিম কারখানা ভ্রাম্যমানআদালতের অভিযান বিভিন্ন ব্রন্ডেরআইসক্রিম ধ্বংস

এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে লিটন সুপার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরির দায়ে মালিক লিটন শিকারীকে (৩০) ৯ মাসের কারাদণ্ড ও নকল আইসক্রিম রাখার দায়ে দোকানীকে হাসিব হাওলাদারকে(২৫) দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১ লা জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া বিনতে কাশেম এ দন্ডাদেশ দেন। লিটন শিকারী উপজেলার বারইখালী এলাকার জালাল শিকারীর ছেলে ও দোকানী হাসিব হওলাদার উপজেলার পাচ রাস্তা সংলগ্ন মোস্তফা হাওলাদারের ছেলে। জানা গেছে, লিটন শিকারীকে দীর্ঘদিন ধরে তার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরি করে আসছিল। আজ দুপুরে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই লিটন সুপার আইসক্রিম কারখানায় মালিক লিটন শিকারীকে ৯ মাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠায়। ভ্রাম্যমান আদালতে মোরেলগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।##**

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন