মৌলভীবাজারের কমলগঞ্জে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

জিবি নিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠাকিভাবে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও সুজন লোহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব মিয়া, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন্দ্র বাউরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস ও সাবেক ইউপি সদস্য মেরী রাল্ফ প্রমুখ।

অনুষ্ঠানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদকে নগদ ১০ হাজার টাকার সহায়তা দেন ইউপি সদস্য ইয়াকুব মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী চা শ্রমিক সন্তান উত্তম যাদবের নিজ চেষ্টায় গড়ে তোলা সংগঠন চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ। এ পরিষদের মাধ্যমে চা বাগানের প্রতিবন্ধীদের উন্নয়নে ও নিজেদেরকে কর্মমুখী করতে কাজ করছে। তার প্রথম ধাপ হিসেবে এ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন